Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পাহাড়তলী ইউনিয়ন

 

মোট আয়তন: ১৬ বর্গ কিলো মিটার।

মোট লোক সংখ্যা: ৩৪,৫৫০ জন।

                   পুরুষ : ১৭,০০০ জন।

                   নারী: ১৭,৫৫০ জন।


মৌজা সংখ্যা: ৪টি

১। খৈয়াখালী, ২। ঊনসত্তর পাড়া, ৩। পাহাড়তলী, ৪। দেওয়ানপুর।


মোট গ্রাম সংখ্যা: ৪ টি।

১। খৈয়াখালী, ২। ঊনসত্তর পাড়া, ৩। পাহাড়তলী, ৪। দেওয়ানপুর।



শিক্ষা প্রতিষ্ঠান: ২১ টি।

১। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১ টি।

২।মহাবিদ্যালয়: ৩টি।

৩। মাধ্যমিক বিদ্যালয়: ৬ টি।

৪। সরকারী প্রাথমিক বিদ্যালয়: ১১ টি।

৫। মাদ্রাসা: ৪টি।


ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স: ১টি।


কমিউনিটি ক্লিনিক: ৩টি।


বিদ্যুৎ কেন্দ্র: ১টি।


ব্যাংক: ৮টি। 


এন জি ও: ১২ টি।

হাট ও বাজার : ২টি।

নীট ফসলী জমি: ৯০০ হেক্টর

ধর্মিয় প্রতিষ্ঠান: ৬৭টি।

মসজিদ: ৩১ টি।

মন্দির: ২৪ টি।

প্যাগোডা: ১২টি।

খাল: ৪টি।

এতিম খানা: ২ টি।

অনাথালয় : ২ টি।

আশ্রয়ন প্রকল্প : ১ টি।